নিজস্ব সংবাদদাতা ;টি নিউজ ওয়ার্ল্ডঃ সাংবাদিক বৈঠক করে তৃণমূল দল ছাড়লেন মালদা জেলা কডিনেটর অম্লান ভাদুরি। জেলা নেতা নেত্রীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ছাড়লেন তিনি। মানুষের কাজ করার জন্য অন্যদলের যাওয়ার ইঙ্গিত দিলেন অম্লান ভাদুরি। তিনি জানান; এই দল থেকে মানুষের পাশে ঠিকঠাক মানুষের কাজ করতে পারছিনা। তিনি জানান; তৃণমূল ক্ষমতায় আসার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু মালদা জেলার তৃণমূল গোষ্ঠী কোন্দল চলার জন্য তিনি দল ত্যাগ করলেন। তিনি
মানুষের কাজ করতে না পারায় মালদা জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর কে দল ত্যাগের চিঠি পাঠিয়েছেন।
এদিকে দলীয় প্রার্থী প্রত্যাহারের দাবিতে ৩৪ নম্বর সড়কপথ অবরোধ করেন। উল্লেখ্য; বৈষ্ণব নগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈষ্ণব নগর বিধানসভা থেকে চন্দনা সরকারকে এবারে প্রার্থী করা হয়েছে। তা নিয়ে ক্ষোভ বাড়ছে দলের মধ্যে। রবিবার বিকেলে চলে বৈষ্ণবনগর এলাকায় চন্দনা সরকার প্রত্যাহারের দাবিতে বৈষ্ণবনগর ১৬ মাইল তারা পথ অবরোধ দেখায়।
তার ফলে যানজট বেড়েই চলে এসেছিল ঘন্টা দুয়েক চলার পর বৈষ্ণব নগর থানার পুলিশ অবরোধ উঠে যান চলাচলের স্বাভাবিক আনে।