নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ডঃ নিজেই ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাহেবনগর ভাসাইপাইকোর থেকে জঙ্গীপুর হাসপাতালে গিয়ে A +পজিটিভ রক্ত দান করে এক ৫বছরের শিশুর প্রাণ বাঁচালেন প্রশংসা করলেন রুগীর পরিবার । এই ধরনের কাজ শুধু প্রশংসিয় নয় জাতির জন্য শিক্ষা। রক্তদানে আমাদের উৎসাহিত করতে হবে বিশেষ করে যুবকদের।