পণপ্রথা দূরীকরণ ও বিবাহ সহজীকরণে গণবিবাহের আয়োজন

0
Spread the love

পণপ্রথা দূরীকরণ, বিবাহ সহজীকরণ

টিনিউজ ওয়ার্ল্ড নিজস্ব সংবাদদাতা :- পণপ্রথা দূরীকরণে বিবাহ সহজীকরণ একাধিক উদ্দেশ্য নিয়ে সামশেরগঞ্জ গণবিবাহ আয়োজন করল জামায়াতে ইসলামী হিন্দ শুক্রবার সামশেরগঞ্জ বাসুদেবপুর হাই স্কুল প্রাঙ্গণে এই গন বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে মোট ২৭ জোড়া তথা ৫৪ জন।

নব দম্পতির বিবাহ সম্পন্ন হয়। অভিনব এই আয়োজনে সামিল ছিলেন জামাতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক মশিউর রহমান জেলা সভাপতি মোঃ মোতালেব, সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফি, ব্লক সভাপতি তারিকুল ইসলাম, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি আফতাব হোসেন, ইন্টারন্যাশনাল প্রতিনিধি আব্দুল কবির, আমিরুল ইসলাম সহ আরো অন্যান্যরা ।
শুক্রবার নবদম্পতিদের নতুন সাজে সাজিয়ে তোলা হয় বিভিন্ন এলাকায় থেকে সাজে সাজোগো হাজির হন তারপরে হয় শুরু বিবাহ বিবাহ পড়ানোর কাজ।এই বিয়েতে বর পক্ষের দশজন লোক ,কণ্যা পক্ষের দশজন লোক খাওয়ানোর ব্যবস্থা করছে,এক ভরি সোনা দিচ্ছে মেয়েকে, মেয়ের সাজ ও ছেলের সাজ, গাড়ি ভাড়া সমস্ত কিছু ফ্রিতে আয়োজন করা হয় জামআতে ইসলামী হিন্দ  মুর্শিদাবাদ শাখার তরফ থেকে।

https://youtu.be/LYwuEC9N-GM ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here