চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতলের গেটের ধারে নোংরা আবর্জনা

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ডঃ মালদা জেলার অন্তর্ভুক্ত চাঁচল সুপার স্পেসিলিটি হাসপাতালের দক্ষিণ দিকের গেটের নিকটেই রাস্তা জুড়ে ফেলা হচ্ছে হাসপাতালের পরিত্যক্ত আবর্জনা। মাছি ভন্ ভন্ করা নোংরা আবর্জনা হয়ে ওঠে গরু কুকুর,শুয়োরের অবাধ বিচরণ ক্ষেত্র । এর মাঝেই দেখা যায়, দুর্গন্ধে নাক চাপা দিয়ে অসংখ্য রুগী ও মানুষের যাতায়াত ও হাসপাতালের টিকিট সংগ্ৰহের লম্বা লাইন। রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু রাশি রাশি হাসপাতালের পরিত্যক্ত প্লাস্টিক, গজ,তুলা,ন‍্যাপকিন সহ নানা ধরনের ক্লিনিক‍্যাল ওয়েস্টেজ। এ সমস্ত ময়লা পচা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশে নানা ধরনের দুষণ ও রোগ জীবাণু ছড়ানোর প্রবল সম্ভাবনা বাড়ছে। সঠিক পরিকল্পনা মাফিক ডাম্পিং গ্ৰাউন্ডে হাসপাতাল ওয়েস্টেজ ফেলার জন‍্য হাসপাতাল কতৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে সনির্বন্ধ অনুরোধ জানাই। মুলত আমরা সমাজের দায়িত্ব পালনে অবহেলা করছি এই কারনে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। নোংরা আবর্জনা ময়লার স্তুপ হাসপাতাল চত্তরে থাকবে কেনো তারপরে হাসপাতাল এর অপ্রয়োজনীয় জিনিস থেকে কতো ইনফেকশন হতে পারে। সরকার এই সব বিসয়ে ঠিক খরচ করে কিন্তু দায়িত্বশীল কর্মচারীরা দায়িত্ব  পালনে অবহেলা। এর জন্য সাধারণ মানুষকে পদক্ষেপ নিতে হবে সরকারিভাবে সেখানে এই দায়িত্বে কোন কর্মচারী আছে কি না জানতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here