ডোমকল গ্রাম অন্তর্গত গাড়াবাড়িয়া খাশপাড়া আব্দুল হাই এর পুত্র আব্দুল আহাদ মন্ডলের করোনা ভাইরাস পজিটিভ ধরা পরল। তারা মহারাষ্ট্র থানে ডিস্ট্রিক্ট থেকে70 জন ব্যক্তি ট্রাকে করে বাড়ি ফিরছিল গত 15 তারিখ আসানসোল বর্ডারে শ্রমিকদের নামিয়ে নেয়া হয় এবং লরিটিকেট ফেরত পাঠানো হয়। নামিয়ে নিয়ে করোনা ভাইরাস এর টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে আলাদা করে ডোমকল এর একটি গাড়িতে করে তাদেরকে মুরশিদাবাদ ডোমকলেই পাঠিয়ে দেওয়া হয়। অতঃপর গত ২০ তারিখ কলকাতা থেকে রিপোর্ট আসে আব্দুল আহাদ মন্ডল পিতা আব্দুল হাই এর পজিটিভ ধরা পড়ে ।তার পরেই তাকে আজকে অর্থাৎ ২১/০৫/২০২০ তারিখে পুলিশ প্রশাসন ও ডোমকল হসপিটাল এর সুপারেন্টেন্ড ওস্বাস্থ্যকর্মীরা তাকে উঠিয়ে নিয়ে যায় এবং মাতৃসজন বহরমপুর covid-19 মেডিকেল হসপিটালে টিটমেন্ট জন্য নিয়ে যাওয়া হয়।