নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ডঃ- প্রকাশ হল তৃণেমূল কংগ্রেস এর ইস্তেহার, যেটা প্রকাশ করার কথা ছিল ১১ মার্চ। কিন্তু নন্দিগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার কারণে পেছানো হয় তৃণেমূলের ইস্তেহার প্রকাশ। তাই ১৭ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকেও ইস্তেহার প্রকাশ করেন। ইস্তেহার প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ” রাজ্যে ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ১১০ শতাংশ কাজ হয়েছে। যা কাজ করেছি তা সারা পৃথিবীর নজর কেড়েছে । কন্নাশ্রীকে ইউনিসেফ ১ নম্বর প্রকল্প হিসাবে পুরস্কার দিয়েছে। ১০০ দিনের কাজে আমরাই দেশের মধ্যে প্রথম। ১ কোটি ৭৫ লক্ষ কর্মদিবস তৈরি করেছে রাজ্য।” তিনি আরও বলেন যে ” লকডাউনে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, করোনার জন্যে একবছরে অনেক কিছু পিছিয়ে গেছে, তা সত্ত্বেও অন্য রাজ্যের তুলনায় আয় বেড়েছে , বাংলার বাজেট তিনগুন বেড়েছে, রাজ্যের মানুষের আয় মাথাপিছু দুইগুন বেড়েছে।।
“মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণেমূলের তরফ থেকে এই ইস্তেহার পাঁচটি ভাষায় প্রকাশ করা হয়েছে যথাক্রমে বাংলা, হিন্দি, নেপালি, ইংরেজি ও অলচিক।।
এবার দেখে নেওয়া যাক ত্রিনেমুল কংগ্রেসের ইস্তেহারঃ-
- দেশের পঞ্চম বৃহৎ অর্থনীতি। জিডিপির আয়তন ১২.৫ লক্ষ্য কোটি, বার্ষিক মাথাপিছু আয় ২.৫ লক্ষেরও বেশি।
- ৩৫ লক্ষ মানুষকে চরম দারিদ্রসীমা থেকে উদ্ধার , দারিদ্রসীমার নিচে থাকা মানুষ ২০% থেকে কমিয়ে ৫% এর নিচে।
- বার্ষিক ৫ লক্ষ নতুন কর্মসংস্থান , বেকারেত্বর হার অর্ধেক।
- পর্যটনে শীর্ষে ৩ রাজ্যের মধ্যে স্থানাধিকার।
- বছরে দুইবার অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান।
- বাংলা আবাস যোজনায় ২৫ লক্ষ বাড়ি তৈরি হবে।
- বাংলার প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করতে ১.৬ কোটি যোগ্য পরিবারকে মাসিক আর্থিক সহায়তা ৫০০ টাকা জেনারেল ক্যাটাগরি পরিবারকে আর ১০০০ টাকা করে তফসিল জাতি ও উপজাতি পরিবারকে।
- সিক্ষার উন্নত সুযোগের জন্যে নতুন স্কুল খোলা।
- চা বাগান অঞ্চল ও কর্মীদের জন্যে বিশেষ ইন্টারভেশন।
- মডেল নন্দিগ্রাম গড়ে তোলা হবে।
- বাংলার যুবদের স্বাবলম্বী করতে সকল যোগ্য পড়ুয়াদের জন্যে নতুন প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০ লক্ষ ক্রেডিট লিমিড ৪% সুদ।
- পাহাড়ে বিশেষ উন্নয়ন।
- মতুয়া দলপতিদের জন্যে পেনশনের বাবস্থা…