নিজস্ব সংবাদদাতা, টি নিউজ ওয়ার্ল্ড: জঙ্গীপুর পুলিশ জেলায় উদ্বোধন হলো পুলিশ লাইব্রেরী, আবারও জঙ্গীপুর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুভমশী মহাশয়ের উদ্যোগে ধুলিয়ানে উদ্বোধন হয়ে গেল পুলিশ লাইব্রেরী।
জঙ্গীপুর পুলিশ জেলার এসপি শ্রী ওয়াই রঘুভমশী মহাশয়ের অভিনব কর্মসূচি মানুষকে প্রকৃত শিক্ষার দিকে ধাবিত করবে।
শিক্ষার প্রতি যুব সমাজকে মনোনিবেশ করতে এমন মহৎ কর্মসূচি।
এই লাইব্রেরী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি মূলক প্রশিক্ষণ প্রদান করা হবে।
এমন মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুর্শিদাবাদ জেলা শাসক শ্রী শরদ কুমার দিবেদী মহাশয়, জঙ্গীপুর পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী ওয়াই রঘুভমশী মহাশয়, জঙ্গীপুর মহাকুমা এসডিও শ্রীমতী শিনজান শেখার মহাশয়া, জঙ্গীপুর সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, ফারাক্কার SDPO ওয়াসিম খান মহাশয়,সামসেরগঞ্জ থানার ওসি সুমিত তালুকদার মহাশয়,সামসেরগঞ্জের বিধায়ক আমীরুল ইসলাম মহাশয় সহ অন্যান্য পুলিশ অফিসাররা।
জঙ্গীপুর পুলিশ জেলার এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।