নিজস্ব প্রতিনিধি টি নিউজ ওয়ার্ল্ড: আমরা সবাই জানি যে বেশ কয়েক দিন ধরে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে(Russia-Ukraine War) যুদ্ধ চলছে আর রাশিয়া যেহেতু শক্তিশালী দেশ তাই ইউক্রেন রাশিয়াকে পেরে উঠছে না। আর যেহেতু দুটোই অমুসলিম দেশ তাই মিডিয়া সহ সকল সুবিধাবাদী মানুষ ও দেশ গুলো কোনো দেশকেই জঙ্গি বলে আখ্যায়িত করতে পারছে না কারণ তারা শুধু ইসলাম ও মুসলিমদেরই বদনাম করে থাকে।
যদিও রাশিয়া বে আইনি ভাবে হামলা চালিয়ে যাচ্ছে তার পরেও এই সুবিধাবাদী ও ইসলাম বিদ্বেষীরা রাশিয়াকে জঙ্গিবাদী বলার সাহস পাচ্ছে না বললেই হামলা যানি ইউক্রেনের দিক থেকে নিজের দিকে চলে আসে তাই বিভিন্ন্ দেশ, মিডিয়া ও মানুষ গুলো রাশিয়াকে কিছু না বলে ইউক্রেনের সাহায্য করার চেষ্টা করছে।
ইউক্রেনের সরকার তাদের নাগরিকদের নিরাপত্তা রক্ষার স্বার্থে প্রত্যেক নাগরিকদের GPS বন্ধ করে রাখার নির্দেশ দিয়েছেন।
আর অন্য দিকে Google ইউক্রেন এর সমর্থন করে Google Map থেকে ইউক্রেনের লাইভ ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে রেখেছে বলে Google Map এর তরফ থেকে জানানো হয়েছে।