টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব প্রতিবেদক: ক্রোশিয়াতে গতকাল মঙ্গলবার তীব্র ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ৬.৩ মাপা হয়েছে। সেখানকার আবহাওয়া দপ্তরের সংবাদ অনুযায়ী রাজধানী জগরেব হতে ৪৬ কিঃমিঃ দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের কারণে অনেক ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এই অঞ্চলেই গতকাল সোমবারেও কম্পন অনুভূতি হয়েছিল। যার তীব্রতা ছিল ৫..২।
জগরেবে এই ভূমিকম্প গোটা ক্রোশিয়াতে অনুভূতি হয়েছে। এছাড়াও প্রতিবেশী দেশ স্লোবানিয়া; সার্বিয়া ও বসনিয়াতেও এই ভূকম্পন অনুভূতি হয়েছে। ক্রোশিয়ার ক্রস্কো নিউক্লিয়ার প্লট আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। পেন্ট্রিজা শহরে বহু ঘরবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।