নিজস্ব প্রতিনিধি টি নিউজ ওয়ার্ল্ড: আফ্রিকা হিমঘরে মোড়ের তৃণমূল কংগ্রেসের কার্যালয়কে কেন্দ্র করে উত্তেজনা বুধবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা ব্লকের অন্তগত আফ্রিকা হিমঘরে মোড়ের তৃণমূল কংগ্রেসের কার্যালয়কে কেন্দ্র করে উত্তেজনা। প্রসঙ্গত উল্লেখ্য শফিউর রহমান নামের এক ব্যক্তি বিগত কয়েক মাস আগে অভিযোগ দায়ের করে আফ্রিকা হিমঘরের মোড় এলাকার তৃণমূল কংগ্রেসের কার্যালয়টি অবৈধ এবং ওই কার্যালয়টি জেলা পূর্ত দপ্তরের জমির উপর অবৈধভাবে নির্মিত হয়েছে, এই অভিযোগের ভিত্তিতে আদালতে মামলা চলছে এবং বিগত দিনে কয়েকবার এ নিয়ে জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে মাপ করা হয়েছে সে মতো আজও ওই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের আশপাশ মাপ করা হচ্ছিল তখনই তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে শফিউর রহমানের বাক-বিতণ্ডা তৈরি হয় পরে পরিস্থিতি হাতে হাতে রূপ নেয়। ঘটনার খবর পেয়ে বড়ঞা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মূলত ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর বড়ঞা থানার অন্তর্গত আফ্রিকা হিমঘরের মোড় এলাকায় বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বিধায়ক কার্যালয় তৈরি করেন, পড়ে সেই কার্যালয় টি তৃণমূল কংগ্রেসের কার্যালয় হিসেবে পরিচিতি অর্জন করে এলাকায় যদিও সেই বিধায়ক কার্যালয়ে বিগত কয়েকমাস ধরে বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে লক্ষ্য করা যায়নি। আর এদিনের এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আরো একবার অস্বস্তির মধ্যে পড়তে হলো ঘাসফুল শিবিরকে। বড়ঞা থেকে সাবের আলি রিপোর্ট টি নিউজ ওয়ার্ল্ড।