করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে প্রথম ভারত

0
Spread the love

নিজস্ব সংবাদদাতাঃ হাতে এসে গেছে করোনার পরিসংখ্যান রিপোর্ট। যেখানে দেখা যাচ্ছে, গত ৪–১০ আগস্ট করোনা সংক্রমণ বৃদ্ধির নিরিখে বিশ্বে এক নম্বরে রয়েছে ভারত। ফলে এবার পুরোপুরি এক নম্বরে নিজেদের টিকিয়ে রাখতে চলেছে বলে মনে করা হচ্ছে। গত ৭ দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের থেকে বেশি করোনা আক্রান্ত ধরা পড়েছে ভারতে।

জানা গিয়েছে, গত ৪ থেকে ১০ আগস্টে বিশ্বজুড়ে যত নতুন করোনা সংক্রমণ ঘটেছে, তার ২৩ শতাংশই ভারতে। এই একই সময়ে বিশ্বে করোনায় মৃত্যুর ১৫ শতাংশই ভারতে।

আগে আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে ছিল ভারত। এখনও মোট করোনা সংক্রমণের দিক দিয়ে বিশ্বে তৃতীয় স্থানে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। কিন্তু এভাবে চলতে থাকলে প্রথম স্থানে পৌঁছতে বেশি সময় লাগবে না। ভারতে গত ৪ থেকে ১০ আগস্ট মাসে মোট নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৪,১১,৩৭৯ জন। মৃত ৬,২৫১। আর মার্কিন যুক্তরাষ্ট্রে গত ৪ থেকে ১০ আগস্টে মোট নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৯,৫৭৫। মৃত ৭,২৩২। ব্রাজিলে এই এক সপ্তাহে কোভিড পজিটিভ ৩,০৪,৫৩৫। প্রাণহানির সংখ্যা ৬,৯১৪।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here