জনসংযোগের আবারও মহানুভবতার পরিচয়

0
Spread the love

টিনিউজ ওয়ার্ল্ড,নিজস্ব সংবাদদাতা :- জনসংযোগ বর্তমানে একটি বিশেষ তাৎপর্য পূর্ন সামাজিক সংগঠনে পরিণত হয়েছে। এই সামাজিক সংগঠনটির উদ্যোগে নিরন্তর বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ হয়ে থাকে। বর্তমানে এই সামাজিক সংগঠনটির উদ্যোগে বিনা মূল্যে বস্ত্র বাজার জনমানসে বিশেষ প্রভাব বিস্তার করেছে। রক্ত দান তো একটি নিত্য নিয়মিত ব্যপারে পরিণত হয়েছে। এছাড়াও আরও অনেক মানবিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ এখন পরিপূর্ণ। আজ এই অরাজনৈতিক সামাজিক সংগঠনটির উদ্যোগে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামি সাহেবের নেতৃত্বে চাপাই বাথান গাছা এলাকার প্রায় দেড়শো আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে তাদের পছন্দ মতো বস্ত্র বিতরণ করা হয়েছে। তাদেরকে দেওয়া হয়েছে দুপুরের খাবার। খাদ্য তালিকায় ছিল দেশী মুরগির মাংস, ভাত, ডাল, সবজি, চাটনি ও রসগোল্লা। আদিবাসী জনগোষ্ঠীর বাচ্চাদের চুল কাটানো হয়েছে। খেলনা বিতরণের মাধ্যমে বাচ্চাদের মুখে নিখাদ সুমিষ্ট হাসি ফোটানো হয়েছে।

জনসংযোগ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: সারিকুল ইসলাম সাহেবের উপস্থিতি প্রত্যেক সদস্য দের মনে যথেষ্ট পরিমাণে উৎসাহ যুগিয়েছে। এছাড়াও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি স্বপন মন্ডল মাষ্টার মশাই, সাজাহান বিশ্বাস মহাশয় এর উপস্থিতি ও উদ্যোগ ভীষণ অনুভূতি ময় ও তাৎপর্য পূর্ন ছিল। সব থেকে আনন্দের বিষয় আজ জনসংযোগ এর পাশে উপস্থিত ছিলেন কালিগঞ্জ এর ও সি মাননীয় অনিমেষ দে মহাশয়, মীরা আর ও পি এর আই সি মাননীয় রেজাউল হোসেন মহাশয় এবং সেই সঙ্গে পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মিবৃন্দ। তিনাদের উদার সহযোগিতা ও ভালো বাসার মাধ্যমে জনসংযোগ আজ আনন্দের সাগরে সাতার দিতে সক্ষম হয়েছে। মাননীয় পুলিশ অফিসার গণের কেক বিতরণের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর প্রত্যেকের মুখে হাসির ফোয়ারা ঝরে পড়েছে। সেথায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ এর প্রাক্তন বিধায়ক জনাব নাসির উদ্দিন আহমেদ সাহেব মহাশয় যিনি বর্তমানে নদীয়া জেলার পিপি। অনেক সাধারণ মানুষ আজ জনসংযোগ এর নামে সাধুবাদ জানিয়েছেন। অবশ্যই জনসংযোগ সদা সর্বদাই মানুষের পাশে মানুষের সাথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here