টিনিউজ ওয়ার্ল্ড,নিজস্ব প্রতিনিধিঃ লাইভ সম্প্রচার হওয়া ট্রাম্পের ভাষনে তিতিবিরক্ত হয়ে টিভি চ্যানেলগুলি সম্প্রচার বন্ধ করে দিল! তাও কিনা মিথ্যা তথ্য দেওয়ার জন্য! হ্যা, এমনটাই ঘটেছে গতকাল রাত্রে হোয়াইট হাউসে দেওয়া আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষনের ক্ষেত্রে।
আমেরিকার বেশিরভাগ টিভি চ্যানেলগুলির দাবি হলো যে ট্রাম্প তার ভোট পরবর্তী প্রথম লাইভ সম্প্রচারে এমন মিথ্যা আরোপ দিয়ে চলেছিলেন যেগুলি জনগনকে দেখানোর মানেই হলো যে সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্যের সম্প্রচার করা। তাই বেশিরভাগ টিভি চ্যানেলই ট্রাম্পের গতকালকের লাইভ সম্প্রচার মাঝ পথেই বন্ধ করে দেয়। তিনি ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের জিতে যাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার পরেই ভোট চুরির অপবাদ দিতে শুরু করেন জো বাইডেনের বিরুদ্ধে যদিও EVM মেশিনে না হয়ে ব্যালট বক্সে ভোট হয়েছিলো। এছাড়াও তার ১৭ মিনিটের ভাষনে তিনি আরোও অসার অভিযোগ আরোপিত করেন যা আর সম্প্রচার করেনি আমেরিকার বেশিরভাগ টিভি চ্যানেলগুলিই।