টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা :- সাচার কমিটির রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া হলো সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় ।সামাজিক ,রাজনৈতিক, অর্থনৈতিক সবথেকেই এরা পিছিয়ে ।শাসক আসে শাসক পরিবর্তন হয় কিন্তু এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের কোন অবস্থার পরিবর্তন হয়না।
সংখানুপাতে সকলের সমান অধিকারের দাবিতে পথে নামলো পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ।বৃহস্পতিবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে মুর্শিদাবাদের শেখপাড়া বাজারে একটি বিশাল মিছিল ও সমাবেশ করা হয় ।শতশত কর্মী সমর্থকদের নিয়ে এইদিনের মিছিল গোটা বাজার পরিক্রমা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এই দিনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রাক্তন রাজ্য সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সাহেব ,এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম ,মুসলিম লীগের রাজ্য সম্পাদক আবুল হোসেন মোল্লা ,পপুলার ফ্রন্টের ডোমকল মহকুমা সভাপতি হাকিকুল ইসলাম ,মহকুমা সম্পাদক সেলিম মন্ডল সহ অন্যান্য নেতৃত্বগণ ।
এদিনের সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে “দেশ জুড়ে হিন্দুত্ববাদী আরএসএস ও বিজেপির ফ্যাসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তোলার আহব্বান জানান ।ডোমকল মহকুমা এলাকায় সন্ত্রাসবাদী সন্দেহে গ্রেফতারি নিয়ে এনআইএ তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ।নেতারা আরও জানান পশ্চিমবঙ্গে মুসলিমরা প্রায় ৩৩ শতাংশ হলেও সরকারি চাকরিতে এদের অংশগ্রহণ মাত্র ২ শতাংশ ।বিভিন্ন সময় সরকারের পরিবর্তন হলেও মুসলিমদের অবস্থার পরিবর্তন হয়নি।তাই জাতিধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের সমান অধিকার আদায়ের লক্ষ্যে এই সভা থেকে দাবি তোলা হয় ।পাশাপাশি মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলাকে অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল পরিকল্পিত ভাবে পিছিয়ে রেখেছে বলে অভিযোগ করেন ও অবিলম্বে মুর্শিদাবাদে একটি পূর্ণাঙ্গ বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানানো হয় ।