টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদতাঃ ২০০৬ সালে দিল্লি পুলিশের কনস্টেবল পদে যোগ দেন ‘সীমা ঢাকা’ এবং ২০১৪ সালে তিনি হেড কনস্টেবল হয়ে যোগদান করেন। পরে পাচার RACKET –এর তদন্তভার পড়ে তাঁর ঘাড়েই। ব্যাস পথ চলা শুরু করলেন লেডি হেড কনস্টেবল।
নিজের উদ্দ্যোগে এবং আন্তরিক তৎপরতায় এখনও পর্যন্ত ৭৬টি শিশুকে পাচার চক্র থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন এবং রাতারাতি সোশ্যাল মিডিয়ায় “হিরো” হয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় এখন তিনিই হয়ে ওঠেন ভাইরাল এবং আলোচিত চরিত্র।
২০১৯ সালে উত্তরপ্রদেশের একটি পাচার চক্রের ফাঁদে শুধু রাজধানী দিল্লিতেই উধাও হয়ে গিয়েছিল ৫৪১২ টি শিশু। এদের মধ্যে উদ্ধার হয় ৩৩৩৬টি শিশু। একইভাবে ২০২০ সালে গায়েব হয় ৩৫০৭টি শিশু। পরে উদ্ধার হয় ২৬২৯টি শিশু।
এখনও পর্যন্ত ৭৬টি শিশুকে পাচার উদ্ধার করে কর্মকুশলতার এক নতুন নজির গড়েন ‘সীমা ঢাকা’। আক্ষরিক অর্থেই কামাল করেছেন দিল্লি পুলিসের এই লেডি হেড কন্সটেবল। আর তিনিই হয়ে যান দেশের নতুন ভাইরাল আইকন।