সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে তটস্থ । প্রতিটি দেশ যখন এই ভাইরাস থেকে পরিত্রাণের পথ খুঁজছে ঠিক তখনই এক নতুন বিপদ এসে হাজির দেশের সামনে।জানা যাচ্ছে ভারতের পশ্চিম দিক দিয়ে প্রচুর পঙ্গপাল দেশের বিভিন্ন রাজ্যে প্রবেশ করেছে। পশ্চিম ভারতের প্রায় পাঁচটি রাজ্যে এই পঙ্গপালের দল ইতিমধ্যে হানা দিয়েছে যার মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে রাজস্থান আর হরিয়ানা ।স্থানীয় লোকজন বলছে এত বিপুল পরিমাণ পঙ্গপাল তারা আগে কখনো দেখিনি ।এলাকার পর এলাকা জুড়ে ঝাঁক ঝাঁক এই রকম পঙ্গপাল দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে ।রাজ্যের চাষীরা আশঙ্কা করছেন এত বিপুল পরিমাণ পঙ্গপাল মুহূর্তের মধ্যেই কয়েক হেক্টর জমির ফসল নষ্ট করে দিতে পারে ।ভারতীয় কৃষি গবেষকেরা প্রায় আড়াই মাস আগে এই রকম পঙ্গপালের হানার আশঙ্কা প্রকাশ করে ছিলেন তখন এই পঙ্গপালের দল আফ্রিকার দেশ গুলোতে অবস্থান করেছিল।এখন সেই পঙ্গপালের দলই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ হয়ে ভারতের রাজস্থানে প্রবেশ করেছে ।এই বিশাল পঙ্গপালের ঝাঁক রাজস্থান ছেড়ে মধ্যপ্রদেশ হয়ে উত্তর প্রদেশের দিকে যাত্রা শুরু করেছে।উত্তর প্রদেশের প্রশাসন ড্রোন দিয়ে পঙ্গপাল মোকাবিলা করবে বলে জানিয়েছেন তবে তা কতটা কার্যকরী হবে তা সময় বলবে।