শান্তিপুরের মসজিদে তৈরি হলো কোয়ারেন্টাইন সেন্টার পরিযায়ী শ্রমিকদের জন্য

0
Spread the love

রবিউল আলম, নদীয়া: প্রায় প্রতিদিনই ভিন্ন ভিন্ন রাজ্য থেকে ব্যাপকহারে পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ গ্রামে ফিরছেন। ভিনরাজ্য থেকে ফেরা এই পরিযায়ী শ্রমিকদের জেলার বিভিন্ন স্কুল গুলিতে রাখার বন্দোবস্ত করেছে প্রশাসন। যা নিয়ে কিছু এলাকায় প্রতিবাদে শামিলও হয়েছেন এলাকাবাসীরা। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখার জন্য এগিয়ে এল নদিয়ার শান্তিপুরের গোপালপুর পুরাতন জুম্মা মসজিদ কমিটি।গত শনিবারে বাড়ি ফেরা পরিযায়ীদের ব্যবহার করতে দেওয়া হয়েছে মসজিদের একাংশ। এক পাশে নিয়ম মেনে পড়া হচ্ছে নামাজ। বাকি অংশে তৈরি হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। তাঁদের জন্য রয়েছে আলাদা শৌচাগার। রয়েছে আলো এবং পাখার ব্যবস্থাও।মসজিদ কমিটির এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানিয়েছে গ্রামের বাসিন্দারাও। মসজিদ কমিটির এই প্রচেষ্টায় গ্রামের প্রায় প্রত্যেকেই খুশি এবং তাদের একটাই কথা, মানুষের জীবনের সুস্থতার মধ্যে রয়েছে কল্যাণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here