মানণীয় প্রধানমন্ত্রীর দুই পাতার চিঠী মহেন্দ্র সিং ধনী কে।

0
Spread the love

নিজস্ব প্রতিনিধি: ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহেন্দ্র সিং ধোনির অবসর ঘোষণায় দু পাতার চিঠি লিখে দিলেন। আমাদের মাহি(Captain Cool ) ইনস্টাগ্রামে তা পোস্ট করেন। মাননীয় প্রধানমন্ত্রী চিঠিতে লেখেন “একজন শিল্পী সৈনিক এবং অসাধারণ খেলোয়ার ব্যক্তিত্ব,দেশের সেবায় নিবেদিত এই মানুষটার আত্মত্যাগ সবার কাছেই প্রশংসনীয়।” একজন ভালো ক্যাপ্টেন হিসেবে তার প্রশংসা করেন 2011 সালের বিশ্বকাপ জয়ে শেষ ফিনিশিং এর কোথাও তিনি উল্লেখ করেন। ঝাড়খণ্ডের একটা ছোট্ট শহর থেকেএঈভাবে উঠে আসা ,খেলার জগতে এসে এইভাবে বিশ্বজয় জয় করা, ভারতবর্ষকে মর্যাদা শ্রেষ্ঠ আসোনে অলংকৃত করেছে ,সকল ভারতীয়রা গর্বিত হয়েছেন।এছাড়াও ভারতীয় সেনাবাহিনীতে যোগদান কিছু স্মরণীয় মুহূর্ত দেশপ্রেম সৈনিক হিসেবে অংশগ্রহণ।সে কথা তিনি উল্লেখ করেন। 2007 সালে তরুণ-যুবকদের নিয়ে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয় প্রচণ্ড চাপের মুখে কিভাবে মাথা ঠান্ডা রেখে খেলতে হয় নিজেকে সামলাতে হয় সে কথা তিনি চিঠিতে উল্লেখ করেন। ভবিষ্যতের যুব সম্প্রদায় মহেন্দ্র সিং ধোনির থেকে অনেক কিছু শিখতে পারবে,একথা তিনি ব্যক্ত করেন।তিনি আরো বলেন স্বাধীনতা দিবসের দিন 15 ই আগস্ট হঠাৎ এই ভাবে সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে ইনস্টাগ্রামে অবসর ঘোষণা 130 কোটি মানুষকে একটু হতাশ হয়েছে।(অবশ্য স্বাধীনতার দিন 15 ই আগস্ট তারিখ 7:29 PM মিনিটে এ এভাবে অবসর ঘোষণা যথেষ্ট তাৎপর্য বহন করে)। তিনি হয়তো 22 গজে খেলেছেন তবে তার প্রভাব 130 কোটি মানুষের উপরে পড়েছে। ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রশংসার আসোনে সমাদৃত করেছে।অবশ্য ইতিমধ্যে বিসিসিআই অবসর ঘোষণায় সংবর্ধনা অনুষ্ঠানের জন্য তৎপর হচ্ছেন শোনা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেন “মাহি এবার থেকে তার পরিবারের সহিত অনেক ভালো সময় ব্যয় করতে পারবেন তার স্ত্রী সাক্ষী ও কন্যা জিভার সাথে”। সফলতার পিছনে তার স্ত্রী কন্যার আত্মত্যাগের কথা তিনি উল্লেখ করেন।চিঠির শেষ দিকে তিনি একটি টুর্নামেন্টের মাঝে -“তার মিষ্টি কন্যার সাথে হামাগুড়ি দিয়ে খেলার কোথাও তিনি উল্লেখ করেন”। এখানেই তাঁর অসাধারণ “পিতৃত্বের” পরিচয় ফুটে উঠে। পিতৃ হৃদয়ের অনাবিল ভালোবাসা বা রসোবধ সে মরুভূমি দ্বারপ্রান্তে হোক বা খেলার মাঠে হোক স্পষ্ট ভাবে প্রতীয়মান হয়, এটি তার একটি জ্বলন্ত প্রমাণ।। একজন ভাল পিতা, একজন ভালো স্বামী ,একজন একজন ভালো দেশ প্রেমিক সৈনিক হিসাবে, তথা একজন ভালো খেলোয়াড় হিসাবে ইতিহাসের পাতায় তার নাম উজ্জ্বল হয়ে থাকবে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here