গতকাল ১৪ জুন রবিবার রাত ৮ টা ১৩ মিনিটে গুজরাটে ভুমিকম্প হয়েছে। ভুমিকম্পের কেন্দ্রস্থল ছিল কচ্ছের ১০ কিঃমিঃ গভীরে। কেঁপে ওঠে আহমেদাবাদ ও কচ্ছসহ বিস্তীর্ণ আরো কয়েকটি এলাকা। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৫.৫। মানুষজন আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে। এই আতঙ্ক এখনো রয়েছে সেখানের মানুষের মধ্য। কেননা গতকাল রাত হতে কিছুক্ষণ আগে পর্যন্ত মোট ১১ বার কেঁপে ওঠে ঐ সমস্ত অঞ্চল। শেষ ভুমিকম্পের যে কম্পন টা হয়েছে তা আজকে ১৫ জুন সোমবার দুপুর ১২ টা ৫৭ মিনিটে। ন্যাশনাল সেন্টার ফর সিস্মোলাজী (NCM) জানিয়েছে যে; রিখটার স্কেলে ৪.৪ তীব্রতার কম্পন ধরা পড়ে।