এখনও অনেক হিসেব বাকি, কয়েক ঘন্টা পর আমরাই গড়বে সরকার! দাবি আর জে ডি সাংসদের

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কয়েক ঘন্টা, তরপরেই বিহারের সিংহাসনে বসার পালা। বিহারে তৃতীয় দফার ভোটগননায় এখনও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। একক ভাবে বৃহত্তম দল গড়তে চলেছে বিজেপি। মসনদে কে বসবে সেটাই শুধু অপেক্ষায় রেখেছে বিহারবাসীকে।

বিহারে আজ সকাল থেকে শুরু হয় তৃতীয় দফার ভোট গননা। জেতার নেশায় উন্মাদ হয়ে গেছে সবকটি রাজনৈতীক দল। আর জে ডি সংসদ মনোজ ঝা দাবি করেন ” এখনও ইনেক হিসেব বাকি, আর কয়েক ঘন্টা পর আমরাই গড়বো সরকার”।

অন্যদিকে বিজেপি নেতারা তাদের সুরে বলতে থাকছেন সরকার গড়বে গেরুয়া শিবির। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখন সবার নজর বিহারের দিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here