নিজস্ব সংবাদদাতা টিনিউজওয়ার্ল্ড :-ডোমকল থানার অন্তর্গত শিবনগর গ্রামে মামার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বাজ পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।মৃত কিশোরের বাড়ি শরীফপুর, তার নাম আজমির শেখ।বাড়ি ফেরার পথে নৌকায় পার হওয়ার জন্য শরীফপুর ঘাটের নদীর ধারে সে দাঁড়িয়ে ছিল সাইকেল নিয়ে। ঠিক সেই সময় কিশোরটির ওপর বাজ পড়ে এবং সঙ্গে সঙ্গেে কিশোরটি ওই স্থানেে মৃত্যু হয়। কিশোরটির মৃত্যু কে কেন্দ্রকরে ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, ছেলেটি তার সঙ্গে সাইকেল রেখেছিল বলে ই বিদ্যুৎ সেখানেই আপতিত হয়েছে। সাইকেল মূলত লোহা বা স্টিলের হয়ে থাকে ফলে তার উপর বিদ্যুৎ পতিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি।