ডঃ এস কিউ আর ইলিয়াসের উপর বেআইনি FIR প্রত্যাহারের দাবিতে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার বিক্ষোভ।

0

ওয়েলফেয়ার পার্টির সম্মানীত সর্বভারতীয় সভাপতি ডঃ এস.কিউ.আর. ইলিয়াস সাহেবের উপর অন্যায়ভাবে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের দিল্লী পুলিশ দিল্লীর CAA বিরোধী আন্দোলনের সময় প্ররোচনামূলক বক্তব্য রাখার অভিযোগে FIR দায়ের করেছে । এই মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং FIR প্রত্যাহারের দাবীতে আজ মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর বাস স্ট্যান্ড (ক্ষুদিরাম মূর্তির সন্নিকটে) ওয়েলফেয়ার পার্টির বিক্ষোভ কর্মসূচী।
উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য আবু তাহের আনসারী, ব্লক সভাপতি মনিরুল ইসলাম,ব্লক সম্পাদক আসরাফ হোসেন,জঙ্গীপুর পৌর সভাপতি মাসরুর আহমেদ,ডাঃমজিবুর রহমান,ডাঃমোজাম্মেল হক সহ অন্যান্য নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here