কোভিড হাসপাতালে ভর্তি আপনার প্রিয়জনের অসুস্থতার খবরা-খবর পান একটি মাত্র ক্লিকে।

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা :-কভিড হাসপাতালে ভর্তি আপনার প্রিয়জনের অসুস্থতার খবরা-খবর পান,মাত্র একটি মাত্র ক্লিকে।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে আরোও একটি কার্যকরী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ-পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়ন্ত্রিত প্রত্যেকটি কোভিড হাসপাতলে এই পরিষেবা টি পাওয়া যাবে। এটি কার্যকরী হওয়ার পদক্ষেপগুলি হল–
1)www.wbhealth.gov.in সাইটে যান।
2)নো ইওর কবিড পেশেন্ট স্ট্যাটাস লিংকে ক্লিক করুন।
3)কভিড ১৯ হাসপাতালে যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে সেটি এন্টার করুন।
4)একটি ওটিপি ওই নম্বরে পাঠানো হবে।
5)ওটিপি তি এন্টার করুন এবং শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন।
ইতিমধ্যেঈ কোভিড ১৯ রোগীদের জন্য মোবাইল পরিষেবাটি চালু হয়েছে।
রোগীর আত্মীয়দের নিয়মিত এসএমএস করে রোগীর স্বাস্থ্যের খবরা খবর দেয়া হয়।
হাসপাতাল শয্যায় থাকা রোগীদের সাথে ভিডিও কলিং এর সুবিধা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here