বিমান যাত্রার মাঝপথে জন্ম হল এক শিশুর। দিল্লি থেকে ব্যাঙ্গালুরুর যাত্রাপথে ইন্ডিগো 6E 122 বিমানের এক প্রসূতি উঠেন এবং পথিমধ্যেই উড়ন্ত ফ্লাইটেই জন্ম হয় এক শিশুর। এই বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানের ক্রু মেম্বারদের সহযোগিতায় জন্ম হয় ওই শিশুটির। বিমানের দায়িত্বশীল কর্মকর্তা খুবই সহযোগিতা প্রদান করেছেন বলে জানিয়েছেন ওই দম্পতি।শিশু এবং শিশুর মা উভয়েই সুস্থ আছেন। বিমান কর্তৃপক্ষ সেই শিশুর সারা জীবন বিমান ভাড়া ফ্রি করে দিয়েছেন বলে সূত্রের খবর।