কৃষ্ণপুর হাসপাতালে ডাক্তারের অবহেলায় শিশুর মৃত্যু ন্যায় বিচার চেয়ে হাসপাতালে বিক্ষোভ অবস্থান PFI এর

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:-

গতকাল শাহিনা পারভীন নামে একজন ডেলিভেরি রোগী ভর্তি হন । রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে OT তে নিয়ে যায়, কিন্তু পরক্ষণেই ডাক্তার সেখান থেকে চলে যান । তারপরেই বাচ্চার হাত বেরিয়ে যায় এবং পরিবারের লোকজন ডাক্তার এবং নার্সকে ডাকতে থাকে, কিন্তু তাদের কথায় ডাক্তার বা নার্স কেউই কোন উত্তর দেননি । এই ভাবে প্রায় ২৫-৩০ মিনিট পর ঐ মা মৃত্যু বাচ্চার জন্ম দেন ।
এছাড়াও গতকালকেই একইভাবে আরো দুটি বাচ্চার মৃত্যু হয় । কৃষ্ণপুর হাসপাতালে এটা কোন নতুন ঘটনা নয়, এমন ঘটনা প্রায় ঘটে থাকে । তাই জনগণের দাবী, বর্তমান কর্মরত ডাক্তারদের উপযুক্ত শাস্তি হোক এবং অবিলম্বে তাদের বদলি করা হোক ।

বিশেষকরে ঐ সময় কর্তব্যরত ডাক্তার সেলিনা রহমানকে দ্রুত বদলির ব্যবস্থা করুক হাসপাতাল কর্তৃপক্ষ ।
এই অবস্থানে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রাক্তন রাজ্য সভাপতি মোহাম্মদ সাহবুদ্দিন সাহেবসহ অন্যান্য নেতৃত্ব ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here