নিজস্ব প্রতিনিধি :- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হলেন। আক্রান্ত হয়েছেন তার স্ত্রী, তথা মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। প্রেসিডেন্ট নিজেই একটি টুইট করে সোশ্যাল মিডিয়ায় তার এবং তার স্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছেন। শুক্রবার টুইট করে প্রেসিডেন্ট জানিয়েছেন, তার এবং তার স্ত্রীর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তারা করোনা বিধি মেনে হোম কোয়ারেন্টাইনে আছেন।