নিজস্ব সংবাদ দাতা; টি নিউজ ওয়ার্ল্ড:-আজ ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতিবছর এই দিনটিতে সকল নারীর উদ্দশে নারী দিবস হিসেবে পালন করা হয়। কারণ মহিলাদের দ্বারা আজ সারা বিশ্বে সামাজিক,অর্থনৈতিক, সংক্সকৃতিক,রাজনৈতিক ক্ষেত্রে অর্জিত উৎসব পালন হয় আজকের দিনে। এই নারী দিবস উপলক্ষে রঘুনাথগঞ্জ থানার আই, সি, পার্থ ঘোষ ও এস আই,মো পিন্টু আলী, সঞ্জীদ সরকার সহ একাধিক পুলিশ অফিসারেরা জঙ্গিপুর S.D.O মহাশয়াকে সহ জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন বিভাগের মহিলা স্টাফদের সম্বর্ধনা জানালেন। রঘুনাথ গঞ্জ থানার পক্ষ থেকে। এবং নারীদের উদ্যসে বক্তব্য রাখেন এস এই মো পিন্টু আলী।।