বিজেপির নবান্ন অভিযানের নামে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার ছক নয় তো? নাকি পুলিশকে মারার ছক? কি উদ্দেশ্যে বন্দুক নিয়ে এসেছিল?
আজকে বিজেপির নবান্ন অভিযান নাকি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার ছক?কি কারণে বন্দুক নিয়ে এসেছিল?বিজেপি কয়েকটি দাবি দাওয়া নিয়ে আজকে নবান্ন অভিযান করে। কিন্তু এত লোকের সমাগমকে অবৈধ বলেছেন পশ্চিমবঙ্গ পুলিশ। বিভিন্ন দিক থেকে মিছিল বের হয় কিন্তু রাস্তায় তাদের আটকায় পুলিশ। পুলিশের দাবি করোনা ভাইরাস ক্রমশঃ বেড়েই চলেছে আর এই মুহূর্তে এধরনের কোন জন সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তখনই বিজেপি এবং পুলিশের পক্ষ থেকে রণক্ষেত্র হয়ে যায় বেশ কিছু এলাকায়। বিজেপির পক্ষ থেকে ইট, পাটকেল ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে আর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে। কিছুক্ষনের মধ্যেই তুমূল তুলকালাম কাণ্ড শুরু হয়ে যায়। তন্মধ্যে বিজেপির মিছিলে একজনের কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ এবং তাকে গ্রেফতার করে। সেই ধৃতের নাম বলবিন্দর সিংহ।তার বাড়ি ভাট পাড়া।কি উদ্দেশ্যে বন্দুক নিয়ে যাওয়া হয়েছিল মিছিলে? অনেকের ধারণা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি তবে হত্যার ছক কষেছিল!? নইলে কেনই বা বন্দুক নিয়ে এসেছিল মিছিলে? এই নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। শান্তি পূর্ণ ভাবে মিছিল হবে কিন্তু আগ্নেয়াস্ত্র,ইট পাটকেল কেন?