টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা :- আগামী ২৬শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে সিপিআইএম পার্টির পক্ষ থেকে। ইতিমধ্যে গ্রাম গঞ্জের পাড়ায় পাড়ায় দেওয়াল লিখন শুরু হয়ে গেছে।
সিপিএম পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে সাধারণ মানুষদের নির্দিষ্ট দিনে ধর্মঘট সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে। সিপিএম এর পক্ষ থেকে জাতপাতের রাজনীতি থেকে ঊর্ধ্বে উঠে, সাধারণ ও গরীর মানুষদের মৌলিক চাহিদা পূরণের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণের কথা বলা হয়েছে।আগামী বিধানসভা ভোট কেন্দ্র করে তাদের একটাই স্লোগান,
ধর্ম নয়, কর্ম চাই.. ,জাত নয় ,ভাত চাই…”
এই সাধারণ ধর্মঘট কে কেন্দ্র করে বেশ কয়েক দফার দাবি জানানো হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কর্তৃপক্ষের তরফ থেকে:-
👉গঙ্গা ভাঙন প্রতিরোধে অবিলম্বে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে ,
👉নয়া শ্রম কোড বাতিলের দাবি
👉নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবি,
👉রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারীকরণ প্রতিরোধ
এছাড়া আরও অনেক স্থানীয় ও জাতীয় দাবি-দাওয় নিয়ে বিরাট জনসমাবেশ ও ধর্মঘট করতে চলেছে সিপিএম কর্তৃপক্ষ। আর একই সাথে সাধারণ মানুষকে সত্তস্ফূর্ত ভাবে এই ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়েছে।