আজকে বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুমুল ঝামেলা।
বিজেপি আজকে বিভিন্ন দাবিতে নবান্ন অভিযান করতে গিয়ে বিশাল ধস্তাধস্তি ও ঠেলাঠেলি পুলিশের সাথে।
নবান্ন অভিযান করতে যাওয়ার পথে পুলিশের পক্ষ থেকে বাধা। কারণ বিজেপি প্রচুর কর্মী প্রায় পাঁচ লাখ কর্মী নিয়ে বিভিন্ন দিক থেকে নবান্ন অভিযান করতে যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে পুলিশ তাদের রাস্তায় আটকায়। পুলিশের দাবি এত ভিড় করে বর্তমানে করোনা ভাইরাসের কারণে কোন পথ যাত্রা করার অনুমতি দেওয়া যায় না। পুলিশের দাবি যে, বর্তমানে করোনা ভাইরাস প্রচুর পরিমাণে বাড়ছে।তাই তারা রাস্তা বন্ধ করে দিয়েছেন।লাল বাজারের রাস্তা দিয়ে একটি দল মিছিল করে যাচ্ছিল তখনই পুলিশ তাদের আটকায় এবং বলে এত জমায়েত নিষিদ্ধ।এই পরিস্থিতিতে বিশেষ করে করোনা আবহে এমন ভীড় কঠোর ভাবে নিষেধ। তখনই শুরু হয় বিজেপির সাথে বাকবিতণ্ডা, ঠেলাঠেলি।ওই দিকে খবর সূত্রে জানা যাচ্ছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্নে উপস্থিত নেই।