নিজস্ব সংবাদদাতা:- এবার এক প্রাক্তন সিবিআই অফিসারের অস্বাভাবিক মৃত্যু নিয়ে আয় রহস্য ঘনীভূত হচ্ছে পার্বত্য শহর সিমলায়। মৃত প্রাক্তন সিবিআই অধিকর্তার নাম অশ্বিনী কুমার। গত বুধবার রাতে তার নিজের বাসা বাড়িতে প্রাক্তন অধিকর্তার ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ প্রশাসন। প্রাথমিকভাবে স্থানীয় পুলিশ প্রশাসন এটিকে আত্মহত্যা বলে ধরে নিচ্ছেন।যদিও এটি আত্মহত্যা না খুন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে প্রাক্তন এই সিবিআই অধিকর্তার ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।
স্থানীয় লোকজন জানাচ্ছেন, মৃত অশ্বিনী কুমার বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। আগে বেশকিছুদিন তিনি এই সিমলা শহরে ডিজিপি হিসাবে কাজ করেছেন। পরে তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে ভারত সরকারের হয়ে দুই বছর কাজ করেছেন। বর্তমানে তিনি সরকারি কাজকর্ম থেকে অব্যাহতি নিয়ে অবসর জীবন কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে কেন তিনি আত্মহত্যা করলেন তা ভেবে কূল কিনারা করতে পারছেন না তার আত্মীয় পরিজন। তারা এটাকে আত্মহত্যা বলেও মানতে নারাজ। এদিকে স্থানীয় পুলিশ প্রশাসন জানাচ্ছেন , পোস্টমর্টেম রিপোর্ট এর পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এর চেয়ে বেশি কিছু বলতে রাজি নয় স্থানীয় পুলিশ প্রশাসন। তবে হঠাৎ করে একজন প্রাক্তন সরকারি অধিকার তার মৃত্যুতে এলাকায় চাঁপা গুঞ্জন সৃষ্টি হয়েছে।