নিজস্ব সংবাদদাতা :- উত্তর প্রদেশে একেরপর এক নৃশংসতার ঘটনা ঘটেই চলেছে।
হাথরাসের মনীষা বাল্মীকির ধর্ষণকান্ডের রেশ কাটতে না কাটতেই ফের আরো এক তরুনীকে পাষন্ড নরপশুরা ধর্ষণ করলো।
গতকাল সকালে সেই মেয়েটি কর্মক্ষেত্রে যান। কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, সকাল থেকেই ফোনে পাচ্ছেন না তাদের মেয়েকে। এমতাবস্থায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ তাদের অভিযোগ নিতে অস্বীকার করেন।
অনেক রাতে রিক্সা করে মেয়ে বাড়ি ফেরে। কিন্তু সে হাঁটতে চলতে পারে না। মেয়ে সমস্ত ঘটনা পরিবারের কাছে খুলে বলে। তাকে ড্রাগ দিয়ে বেহুঁশ করে দেয়। তারপর সেই
তিনজন নরপশু তাকে ধর্ষণ করে। ততক্ষনাত তাকে গ্রামীণ হসপিটালে ভর্তি করা হলে সেখানের ডাক্তার বাবুরা অন্য হসপিটালে ট্রানফার করেন। কিন্তু পরিতাপের বিষয় হলো তার আর চিকিৎসা হলো না রাস্তাতেই তার জীবনাবসান ঘটে। এভাবেই ধর্ষিতা হয়ে ২২ বছরের বি কমের ছাত্রীর জীবনাবসান ঘটল!
Home অস্বাভাবিক মৃত্যু হাথরাসের মনীষা বাল্মীকির ধর্ষণকান্ডের রেশ কাটতে না কাটতেই উত্তর প্রদেশের বলরামপুরে ফের...