টি নিউজ ওয়ার্ড ডেস্ক: রাজস্থানে জমি বিবাদের জেরে মন্দিরের পুরোহিতকে পুড়িয়ে মারলো দুষ্কৃতীরা। এমন পাশবিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে ১৭৭ কিলোমিটার দূরে অবস্থিত কারাউলি জেলায়। মৃত পুরোহিতের নাম বাবুলাল বৈষ্ণব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরোহিত বাবুলাল বৈষ্ণব রাজস্থানের কারাউলি জেলার সাপোত্রা এলাকার বুকনা গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরে বসবাস করতেন। তিনি সম্প্রতি ওই মন্দির ট্রাস্টের অধীনে থাকা ১৩ বিঘা জমির একটি অংশে থাকার জন্য একটি ঘর তৈরির পরিকল্পনা করেন। এই নিয়ে বিবাদ লেগে যায় স্থানীয় মীনা সম্প্রদায়ের কিছু মানুষের সঙ্গে। কয়েকদিন আগে তিনি একটি আর্থমুভার মেশিন নিয়ে এসে জমির মাটি সমান করার চেষ্টা করছিলেন। যাতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। মীনা সম্প্রদায়ের কয়েকজন মানুষ ওই জমিটি তাদের বলে দাবি করতে থাকে। বুধবার এই নিয়ে বচসা শুরু হয়ে যায়। বচসার সময় কয়েকজন দুষ্কৃতী ক্ষেতে থাকা বাজরায় আগুন ধরিয়ে দেয়। পুরোহিত বাবুলাল বৈষ্ণব বাধা দিতে গেলে পেট্রল ঢেলে তাঁর শরীরে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় মানুষদের নজরে আসার পর সঙ্গে সঙ্গে তাঁকে জয়পুরের এসএমএস হাসপাতালে ভর্তি করিয়ে দেন। বৃহস্পতিবার চিকিতসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।