নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- পশ্চিমবাংলার বুকে এই প্রথম মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নতুন শিক্ষাবর্ষের জন্য স্কুল বই এর জন্য অনলাইনে বুকিং শুরু করেছে। সরকারি ঘোষনা অনুযায়ি ২ই জানুয়ারীর মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে হবে। তাই প্রত্যেক জুনিয়র ও সিনিয়র হাই মাদ্রাসাকে অনলাইনে আগে থেকেই বই রিক্যুইজিশন এর প্রি-অর্ডার দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এর ফলে পাঠ্যপুস্তকের জন্য হয়রানি অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে। এখন এটাই দেখার যে অনলাইন বুক পোর্টাল শুরু করে সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছায় কিনা।