কল আছে জল নেই
এমনই চিত্র ফুটে উঠেছে রঘুনাথগঞ্জ থানার কাঁকুরিয়া বানিপুর সহ কয়েকটি গ্রামে।কাঁকুড়িয়া বানিপুরের গ্ৰামবাসীদের অভিযোগ বিগত প্রায় ৮ থেকে ১০ বছর আগে এই অঞ্চলে আর্সেনিক মুক্ত পানীয় জলের জন্য পাইপলাইনের কাজ হয়, অথচ এখনও পর্যন্ত সেই পাইপলাইনে কোথায় জল আসেনি। তাই গ্রামবাসী বাধ্য হয়েই আর্সেনিক যুক্ত পানীয় জল পান করছে। এবং এর ফলস্বরূপ বিভিন্ন রোগে(পেটের রোগ) আক্রান্ত হচ্ছে এইসব গ্রামের মানুষজন। আবার কোথাও কোথাও এই পাইপ লাইনের উপরে পাকা ড্রেন করা হয়েছে। সেই ড্রেন গুলো আবার রাস্তা থেকে উঁচু। আর এতেই রাস্তার জল রাস্তাতে থেকেই রাস্তাগুলি খারাপ হয়ে যাচ্ছে।এতে করে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। রাস্তায় এত পরিমানে জল জমে থাকছে যে মানুষের যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে। এমনকি টুকটুকগুলো প্যাসেন্জারসহ উল্টে যাওয়ার উপক্রম হচ্ছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই সব গ্রামের মানুষজনকে বিশুদ্ধ আর্সেনিক মুক্ত জলের পরিষেবা দেওয়া হয়।