১০ ই অক্টোবর স্টুডেন্টস হেলথ হোমে সম্মানীয় SP #কে_শবরী_রাজকুমার (Superintendent of Murshidabad District Police) স্যার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন । এরপর তিনি রক্তদাতাদের সাথে সাক্ষাত করে, তাদের উৎসাহ প্রদান করেন।
উপস্থিত ছিলেন প্রধান অতিথি #রবি_শংকর স্যার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পুষ্পক পাল( বিজ্ঞান মঞ্চের সভাপতি) বিউটি ম্যাম ( স্টুডেন্টস হেলথ হোমের সম্পাদক) ,দুর্লভ ত্রিপাঠী ( ফায়ার ব্রিগেড) এবং নিলেন্দু শেখর সাহা ( FIBDO)। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন রক্ত আন্দোলনকারী স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সকল সম্মানীয় অতিথিবর্গকেই ব্যাচ পরিয়ে বরণ করার হয়।
তারপর সঞ্জীবনী পরিবারের সকল সদস্যের প্রচেষ্টায় আজ #মোট_৪৪ জন রক্তদাতা মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তিম ভালোবাসা প্রদান করলেন । তাদের সকলকে সঞ্জীবনীর পক্ষ থেকে উৎসাহ প্রদানের জন্য স্মারক সম্মান এবং গাছ উপহার স্বরূপ দেওয়া হয়। সকল রক্তদাতাকে সঞ্জীবনীর পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ও ভালোবাসা জানাই ।
আগামীদিনেও জরুরী প্রয়োজনে সঞ্জীবনী রক্ত সেবার ডাকে এইভাবেই এগিয়ে আসবেন এই কামনা করি।