বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম এর তরফ থেকে ডি আই কে ডেপুটেশন।

0
Spread the love

আজকে মুর্শিদাবাদের শিক্ষা ভবনে মাদ্রাসা শিক্ষকদের এরিয়ার বিল এবং অ্যাডিশনাল পোস্টে রিটেনশন এর জন্য বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম এর তরফ থেকে ডি আই কে ডেপুটেশন।
আজ ১৪ অক্টোবর বুধবার ২০২০ সময়: দুপুর ১ টার সময় ডি আইকে ডেপুটেশন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের।
তাঁরা বহরমপুর ডি আই অফিসে এই ডেপুটেশনটি জমা করেন।
আজকে মূলত তাঁদের দাবি ছিল:
১) ২০১৮ সালের নতুন শিক্ষকদের বকেয়া এরিয়ার বিল দিতে হবে।
২) সুপ্রিম কোর্টের ফাইনাল রায়ের পর নতুন শিক্ষকদের ফ্রেশ অ্যাপ্রোভাল দিতে হবে।
৩) অ্যাডিশনাল পোস্টে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের দ্রুত রিটেনশন করে দিতে হবে।
৪) অপ্রশিক্ষকদের স্টপ ইনক্রিনেন্ট এর এরিয়া বিল দ্রুত দিতে হবে।
৫) মাদ্রাসা ছাত্র ছাত্রীদের আই ও এস এম এসের শিক্ষা পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে।
৬) মাদ্রাসার শিক্ষকদের মিউচুয়াল ও জেনারেল ট্রান্সফারের প্রক্রিয়া দ্রুত চালু করতে হবে।
৭) অবিলম্বে নবম ও দশম শ্রেণীর ক্লাস চালু করতে হবে।
এবং ৮) সমস্ত শূন্য পদের পিপি তৈরি করে দ্রুত কমিশনে পাঠাতে হবে।
এ ছাড়াও আরো অনেক দাবি নিয়ে টেপুটেশন জমা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here