কৃষ্ণনগর আনন্দধারা স্বেচ্ছাসেবী সংগঠনের বস্ত্র দান।

0
Spread the love

খাদ্য যোগান এর পর নদীয়ার কৃষ্ণনগর আনন্দধারা স্বেচ্ছাসেবী সংগঠনের বস্ত্র দান।
“জীবে প্রেম করে যেইজন
সেইজন সেবিছে ঈশ্বর”স্বামী বিবেকানন্দের অমৃত বাণীকে পাথেয় করে “কৃষ্ণনগর আনন্দধারা” স্বেচ্ছাসেবী সংগঠন আজকের আগে থেকে টানা ৪৮ দিন ধরে নবদ্বীপ ধাম স্টেশন সাধারণ মানুষকে একবেলা রান্না করা খাবার তুলে দিচ্ছে। আজ আটচল্লিশতম দিনে খাবারের সঙ্গে ছিল পুজোর নতুন পোশাক।এই সংস্থা ৮৫ জনকে চার বছর বাচ্চা থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ বৃদ্ধাকে নতুন বস্ত্র পুজোর উপহার হিসেবে প্রদান করে।সংগঠনের সম্পাদক রাজু পাত্র জানান যে নবদ্বীপ রেলস্টেশন চত্বরে খোলা আকাশের নীচে রাত কাটানো ৫০ থেকে ৬০ জন অসহায় মানুষকে প্রতিদিন এক বেলার আহারের ব্যবস্থা করেন তাঁরা । আসন্ন শারদ উৎসব উপলক্ষ্যে আজ নতুন বস্ত্র দান করা হয়। তাঁদের এই সুমহান কাজে মানবতার পুনর্জাগরণ হবে বলে আশা করা যায়। মানুষ তাদের এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here