রাতুয়ায় বিজেপির মন্ডল প্রশিক্ষণ শিবিরের কাজ শুরু

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা :- রুতুয়ার২ নং পুখুরিয়া থানার পিরগাঞ্জ অঞ্চলের আচিনতলা গ্রামের একটি বেসরকারি লজে BJP এর মন্ডল প্রশিক্ষণ শিবির এর কাজ শুরু হয়ে গেছে আজ থেকে।

সামনে বিধানসভা ভোট এ ভালো ফল করার উদ্দেশ্যে এই শিবির বলে মনে করা হচ্ছে।এই  সভাই গ্রামের জনগণ এর পাশাপাশি BJP এর বেশ কিছু কর্মিও উপস্থিত ছিলেন। সমস্ত ধরনের সরকারি কাজ এবং অনুদান জনগণের হাতে তুলে দেবেন এই আশ্বাস দেয় BJP কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here