তাইকুন্ডু প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মুর্শিদাবাদ পুলিশের অতিরিক্ত আরক্ষাধক্ষ্য (লালবাগ) শ্রী তন্ময় সরকার।

0
Spread the love

গত ইং ১৩ এবং ১৪ই সেপ্টেম্বর কে. ডি. মার্শাল আর্টস ট্রেনিং একাডেমির পরিচালনায় এবং মুর্শিদাবাদ পুলিশের সহযোগিতায় নবম ওপেন রাজ্য তাইকুন্ড প্রতিযোগিতা ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হয়।

গত ইং ১২ই অক্টোবর মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুরস্থিত প্যারেড গ্রাউন্ডে মার্শাল আর্টের বিভিন্ন ইভেন্টে ৯টি সোনা, ১১টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক বিজয়ী মোট ১৫ জন প্রতিযোগী-প্রতিযোগিনীদের শংসাপত্র প্রদান করে সম্বর্ধিত করেন মুর্শিদাবাদ পুলিশ জেলার আরক্ষাধক্ষ্য শ্রী কে. শবরী রাজকুমার, আই. পি. এস. সহ শ্রী অনীশ সরকার, অতিরিক্ত আরক্ষাধক্ষ্য (সদর) এবং শ্রী তন্ময় সরকার, অতিরিক্ত আরক্ষাধক্ষ্য (লালবাগ)।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মুর্শিদাবাদ পুলিশের অতিরিক্ত আরক্ষাধক্ষ্য (লালবাগ) শ্রী তন্ময় সরকার প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেন। এই অভূতপূর্ব সাফল্যে মুর্শিদাবাদ পুলিশ গর্বিত।

সূত্র:- মুর্শিদাবাদ জেলা পুলিশ ফেসবুক থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here