নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:
উমরপুর থেকে ফুলতলা বেহাল রাস্তার কাজ শুরু হয়েছে। প্রায় ২৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে।আগামীদিনে ফোর লেন হবে বললেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন মহাশয়। মন্ত্রী জাকির হোসেন মহাশয় বলেছেন, কাজ নিম্নমানের হলে সাধারণ মানুষের অধিকার রয়েছে কাজ দেখে নেওয়ার। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে সঠিকভাবে যাতে কাজ হয় সেটা ভালো ভাবে পর্যবেক্ষণ করার।
তিনি আরো বলেন, রঘুনাথগঞ্জ থেকে রাস্তার কাজ চলছিল কিন্তু বৃষ্টির কারণে কাজ স্থগিত করা হয়েছিলো।
ফলে মানুষ খুবই কষ্ট পেয়েছেন তাই আমরা দুঃখিত।
রাস্তার বেহাল দশা তাই দ্রুত যাতে কাজ সম্পন্ন হয় সেই জন্য যারা রাস্তার দায়িত্বে রয়েছেন তাঁরা বিষয়টি দেখবেন।
পাশাপাশি রাস্তার কাজ উন্নত মানের হবে বলে তিনি জানিয়েছেন।