নীট পরীক্ষায় উত্তীর্ণদের সংর্বধনা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- সংগঠনের যৌথ উদ্যোগে 2020 NEET উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান।

বিনোদবাটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল 2020 NEET উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় ও চলো স্বপ্ন দেখি সংগঠনের উদ্যোগে সাগরদীঘির অন্তর্গত সাত জন কৃতী ছাত্র ছাত্রীদের সাথে আলোচনা সভার মাধ্যমে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
পুষ্পস্তাবক দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয় এবং সার্বিক সহযোগিতা ও উৎসাহ প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন
স্বনামধন্য ডাক্তার মহঃ আবুল কালাম আজাদ (সিটি হাসপাতাল, বহরমপুর),
শ্রীমান কৃষ্ণেন্দু কুমার মন্ডল (প্রকল্প আধিকারিক, মুর্শিদাবাদ),
মাননীয় গোলাম কিবরিয়া সাহেব (জেলা আধিকারিক, মুর্শিদাবাদ),
মুজিবুর রহমান (প্রধান শিক্ষক কাবিলপুর উচচতর বিদ্যালয়),
বিশিষ্ট শিক্ষক মৃনময় সরকার,
শিক্ষক আব্দুল অহাব,
বিশিষ্ট নাগরিক আব্দুর রাজ্জাক সাহেব
শ্রীমান অরূপ মন্ডল (প্রধান, সাগরদিঘী গ্রাম পঞ্চায়েত),
শ্রীমান নেবুল চন্দ্র মার্জিত (প্রধান, বারালা গ্রাম পঞ্চায়েত)
প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামের গন্য-মান্য ব্যক্তিগণেরা।

“সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট” এবং “চলো স্বপ্ন দেখি” সংগঠনের পক্ষ থেকে কৃতী ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here