রবিউল আলম, মুর্শিদাবাদ: সেখপুর (চাঁদপুর) মাদ্রাসায় গ্রামবাসীদের উদ্দোগে বানানো হলো হোম কোয়ারেন্টাইন সেন্টার।
দেশ বিদেশ থেকে আসা পরযায়ী শ্রমিকদের বাড়িতে না রেখে অভিনব কায়দায় তাদের মাদ্রাসায় রাখেন , পরিবারের লোকজন তাদের খাওয়া দাওয়ার দেখভাল করছেন। গ্রামের মেম্বার বাবু সেখ সহ সমাজের বিশিষ্ট সমাজ সেবক কর্মী রেন্টু সেখ, মোখলেসুর রহমান, মোজাফফর হোসেন এবং পীস লাইব্রেরীর অধ্যক্ষ জনাব আব্দুল কাইয়ুম তাদের উদ্দোগে কাজটি সম্পন্ন হয়।