ইলামবাজার মডেল একাডেমির অনলাইন পরীক্ষাঃঃ বাংলার চমক
বীরভূম জেলার ইলামবাজার থানা অন্তর্ভুক্ত ঘুড়িষা গ্রামে অবস্থিত ইলামবাজার মডেল একাডেমি স্কুল যারা প্রত্যেক ক্লাসের জন্য WhatsApp Group করা এবং YouTube সহ বিভিন্ন ভাবে অনলাইনে ক্লাস করা ছাড়াও স্কুলের Website থেকেই পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যম স্কুলের মধ্য থেকে এই প্রথম অনলাইনে পঞ্চম শ্রেনী থেকে মাধ্যমিক অব্দি প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা সাফল্যের সাথে সম্পাদন করলো। স্কুল কতৃপক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত ছাত্রই পরীক্ষা দিতে পেরেছে আলহামদুলিল্লাহ। সেই সংগে অন্যান্য সমস্ত স্কুলকেও আহবান জানিয়েছেন তারা যাতে একই পদ্ধতিতে পরীক্ষা নিয়ে সমস্ত স্কুল আগিয়ে যায় এবং প্রয়োজনে তাদের স্কুলের টেকনিকাল টি সরকারি স্কুলগুলিকেও সাহায্য করতেও প্রস্তুত বলে জানিয়েছেন।