নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড :- প্রায় শোনা যায় হাসপাতালে নার্স ও ডাক্তারদের দূর্ব্যবহার।
লালগোলা থানার কৃষ্ণপুর গ্ৰামীন হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা খুবই শোচনীয়।
কোন রুগীর চিকিৎসা ঠিকভাবে হয় না বলেই অনেকের অভিযোগ।
লালগোলার এক ব্যক্তির ভারাক্রান্ত হৃদয়ে অভিযোগ। তিনি বলেছেন,
আমার লালগোলা আমাদের লালগোলা গর্বের লালগোলা আরও কত বাক্য আমরা দেখি ও শুনতে পাই, কিন্তু আমরা পারিনি । আমরা হইতো ব্যর্থ এই কৃষ্ণপুর হসপাতালকে জঞ্জাল মুক্ত করতে, পারিনি ডাক্তারদের নোংরা আচরণকে নিয়ন্ত্রন করতে, ব্যর্থ আমরা হাসপাতালকে নতুন রূপে চিকিসার বিভিন্ন সুযোগ পাইয়ে দিতে।
রোগী কল্যাণ সমিতির নামে প্লাটফর্ম রয়েছে কিন্তু সেই সংস্থার কাজ আমরা জানতেই পারিনি! পারবই বা কি করে?
সেই ক্ষমতা, সাহেব মানুষদের হাতে। আমরা নিজেদের মধ্যে রাজনৈতিক তরজা নিয়েই তো ব্যস্ত,আর এই সুযোগে হাসপাতালে প্রায়ই শিশু মৃত্যুর এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবুও আমরা নিশ্চুপ, নীরব থাকবো। আমার বাড়ির বা আমার আত্মীয় স্বজন হলে দেখতাম বলে।
এখানে নার্সদের কি দূর্ব্যবহার! কোন রুগীর সাথে ভালো আচরণ করা তো দূরের কথা বাড়ির কোন লোকের সাথেও ভালো ব্যবহার করে না।
গতকাল সন্তান প্রসব হওয়ার মুহূর্তে মারা যায় সদ্যজাত শিশু!
বাড়ির লোকের অভিযোগ ডাক্তারেরা ঠিকভাবে পরিষেবা দেওয়া দূরের কথা ডিউটির সময়েও অনুপস্থিত থাকে।