রাত্রিবেলায় জনগণের তাড়া খেয়ে পুকুরে পড়ে মারা গেলেন এক যুবক।
ঘটনা টি ঘটেছে ভগবানগোলা থানার ছক্কন নগর গ্রামে। গ্রামটিতে বেশ কয়েকদিন থেকে চুরি হওয়ার কারনে মানুষেরা আতঙ্কের মধ্যে ছিল এমন সময় একজন অচেনা ছেলেকে সন্দেহজনক অবস্থায় দেখে কেউ একজন চোর বলে চিৎকার করে ঠিক সে সময় ছেলেটিও দৌড়ে পালিয়ে যায় এবং এক আবর্জনা ও জলে পূর্ণ পুকুরে পড়ে যায় গ্রামবাসীরা চেষ্টা করেও তাকে সেখান থেকে উদ্ধার করতে পারেনি ।
সেই গ্রামের মানুষদের এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে অনেকেই বলেন যে ছেলেটি চুরি করতে এসেছিল আবার অনেকেই বলেন যে কোন মেয়ের কারনে এসেছিল ।
মৃত ছেলেটির বাড়ি সেই গ্রাম থেকে কয়েকটা গ্রাম পরেই মালিপুর গ্রামে। ছেলেটির নাম টুটুল বয়স ২৬ । জানা যায় যে ছেলেটি গ্রাজুয়েট সম্পূর্ণ করা একজন শিক্ষিত ছেলে। কিন্তু ঠিক কি কারণে সে সেখানে রাত্রিবেলায় ওই ভাবে গিয়েছিল এই বিষয়ে ধোয়াশা রয়েছে।
সকাল বেলায় ভগবানগোলার থানার পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ।