টিনিউজ ওয়ার্ল্ড , নিজস্ব প্রতিনিধি :- দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে ফের নতুন করে সমন পাঠাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্তের মৃত্যুর পর থেকে মাদক মামলায় জোর তল্লাসি এবং ধরপাকড় শুরু করে এনসিবি। সেই তল্লাসির জেরেই এবার তৃতীয়বার করিশ্মা প্রকাশকে সমন পাঠানো হয় এনসিবির তরফে। যদিও দীপিকার ম্যানেজারের খোঁজ এখনও মিলছে না বলেই খবর। ফলে করিশ্মা প্রকাশের মা মীতাক্ষরা পুরোহিত এবং কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্টের অফিসে ওই সমন পাঠানো হয়।
মাদক মামলায় দীপিকা পাড়ুকোনের পাশাপাশি তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে পরপর ২ দিন ধরে জিজ্ঞাসাবাদ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। যেখানে তিনি দাবি করেন, দীপিকার সঙ্গে যে কথোপকথন হয় তাঁর, সেখানে সিগারেটের বিষয়েই আলোচনা চলত। তাঁরা কখনও মাদক সেবন করেননি। দীপিকা এবং করিশ্মার ওই দাবির পর গত সপ্তাহে ফের অভিনেত্রীর ম্যানেজারের বাড়িতে তল্লাসি চালানো হয়। যেখান থেকে ১.৭ গ্রাম চরস সহ বেশ কয়েকটি সিবিডি অয়েলের (নিষিদ্ধ মাদক) বোতল উদ্ধার করা হয়। এরপরই করিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদের জন্য ফের সমন পাঠায় এনসিবি।
এনসিবি সমন পাঠালেও, করিশ্মা প্রকাশের কোনও খোঁজ মেলেনি। তৃতীয় সমনের সময়ও করিশ্মার খোঁজ পাচ্ছেন না এনসিবি অফিসাররা।