রঘুনাথগঞ্জ থানার আই.সি মাননীয় সৈকত রায় মহাশয় এখান থেকে বদলি হয়ে যাওয়ার শেষক্ষণেও তিনি মানুষের কথা ভেবে চলেছেন মানুষের কাজ করে চলেছেন।
রঘুনাথগঞ্জ থানার সমস্থ অফিসার ও আমরা তার শেষক্ষনের এই কাজের সাক্ষ হয়ে থাকলাম।
তিনি খুবই সুষ্ঠ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন।
আজকে কৃতি ছাত্রদের আবারো থানায় ডেকে ২৫ হাজার টাকার চেক তুলেদিলেন আই.সি সৈকত রায় মহাশয়।
জঙ্গীপুর এলাকাবাসী আইসি সৈকত রায় মহাশয়ের জন্য প্রার্থনা করেছেন স্যার যেখানেই থাকুন ভালো থাকুন এই কামনাই করি।