নিজস্ব সংবাদদাতা, ১০ই অক্টোবরঃ মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির কার্যকরী সভাপতি ও পূর্ব বর্ধমান জেলার দীঘিরপাড় হাই মাদ্রাসার সহকারী শিক্ষক আলহাজ্ব মাওলানা সেখ জহুর আলম সাহেব হৃদরোগে আক্রান্ত হয়ে ০৯/১০/২০২০ শুক্রবার সন্ধ্যা ৭.৩০ সময়ে বেসরকারি নার্সিং হোমে ইন্তেকাল করেছেন।তিনি একজন বড়মাপের শিক্ষক নেতা ছিলেন। শিক্ষক ও মাদ্রাসার সমস্যায় তিনি ঝাঁপিয়ে পড়তেন। মাদ্রাসা শিক্ষা আন্দোলনে তিনি প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার প্রয়ানে সমিতি একজন অভিভাবকে হারালো। শিক্ষক হিসেবে তার সুনাম বাংলায় ছড়িয়ে পড়েছিলো। শিক্ষা ক্ষেত্রে তার অবদান ভোলার নয়। শিক্ষা ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি হিসেবে পশ্চিম বঙ্গ সরকার তাকে শিক্ষা রত্ন পুরস্কার প্রদান করেছেন।