নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- মমতা সরকারের মদ নীতির তীব্র সমালোচনা করে মুর্শিদাবাদ জেলায় “ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া”-র সাংবাদিক বৈঠক
মুর্শিদাবাদ জেলার বহরমপুরে নিজস্ব পার্টি কার্য্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মদ নীতির তীব্র সমালোচনা করল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া । আগামী ১১ই নভেম্বর,২০২০ পার্টির শহীদ দিবস উপলক্ষ্যে আয়োজিত আজকের জেলা সাংবাদিক সম্মেলনে উপস্থিত পার্টির জেলা সম্পাদক ডাঃ হাবিবুর রহমান জানান,”পার্টির উন্মেষ লগ্ন থেকেই একটি মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক দল হিসাবে আমরা মদ ও মাদক বিরোধী অবস্থান নিয়ে চলছি । বিগত ২০১৩ সালে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকে জনকল্যাণে মদ-বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে ১১ই নভেম্বর আততায়ীদের হাতে শহীদ হন বাসুদেব অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী ও পার্টির সামশেরগঞ্জ ব্লক কোষাধ্যক্ষ হাজী আক্তার হোসেন । পার্টির সেই অমর শহীদের মর্যাদায় ঐ দিনটিকে আমরা প্রতি বছর মদ-বিরোধী দিবস ও শহীদ দিবস হিসাবে সারা বাংলাব্যাপী পালন করে আসছি । এবারও রাজ্য সরকারের মদ নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে শহীদ স্মরণে ব্লকে ব্লকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালিত হবে ।” এই প্রসঙ্গে উল্লেখ্য যে, কোরোনা অতিমারীর মধ্যেই সম্প্রতি রাজ্য সরকারের ২০টাকায় দেশী মদের পাউচ বন্টনের সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে নানান সমালোচনার ঢেউ উঠেছে । এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে গেলে পার্টির জেলা সভাপতি মাহফুজুর রহমান বলেন,”আমরা বিহার বা দেশের আরও অন্যান্য liquor free state এর মতোই মদ-মুক্ত বাংলার স্বপ্ন দেখি । কিন্তু, পরিতাপের বিষয় হল যে, এ রাজ্যের মাননীয়া মহিলা মুখ্যমন্ত্রী হয়তো চান না যে, রাজ্যে মদ নামক বিষের বলি হয়ে কোনও মা সন্তান হারা না হোক বা কোনও বোন ভাই/স্বামী হারা না হোক । তাই, এই সরকারকে লক-ডাউনের মাঝেই সকল স্বাস্থ্যবিধি চুলোয় দিয়ে মদের দোকান খুলতে হয় বা আজকে সুলভে ২০টাকার মদের পাউচ আনতে হয় । এই সরকার অর্থনৈতিক ভাবেই শুধু ব্যর্থ নয়, এই সরকার নৈতিকভাবেও আজ দেউলিয়া । আমরা মনে করি, মদ ভিত্তিক অর্থনীতি নয়, জনকল্যাণমূলক প্রগতিশীল অর্থনীতির মাধ্যমেই বাংলার প্রকৃত উন্নয়ন সম্ভব ।” পার্টির এদিনের সাংবাদিক বৈঠক থেকে জানা যায় যে, আগামী ১১ই নভেম্বর,২০ জেলার ব্লকে ব্লকে পথসভা, মানব বন্ধন, মিছিল ও বি.ডি.ও.-দের ডেপুটেশন দেওয়া ইত্যাদি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়েই মদ-বিরোধী বিক্ষোভ কর্মসূচী ও শহীদ দিবস পালিত হবে । এদিনের সাংবাদিক সম্মেলনে পার্টির মুর্শিদাবাদ জেলা সভাপতি ও জেলা সম্পাদক সহ উপস্থিত ছিলেন জেলা মেন্টর খোদা বক্স, জেলা সহ-সম্পাদক গোলাম কিবরিয়া ও জেলা কমিটির অন্যান্য নেতৃত্ববৃন্দ ।